মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

ফুলবাড়ীতে হত্যা মামলার চার আসামি গ্রেপ্তার 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ীতে হত্যা মামলার চার আসামি গ্রেপ্তার 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২১ সালের ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকের মধ্যে সংঘর্ষে  আলোচিত বাবলুর রশিদ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গত শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।  

স্বামীকে হত্যার ঘটনায়  বাবলুর রশিদের স্ত্রী মমতাজ বেগম ২৫ জানুয়ারি ২০২২ সালে বাদী হয়ে আদালতে ১১ জনের নামে একটি হত্যা মামলা করেন। 

এরই পরিপ্রেক্ষিতে আদালতের সিআর ১৫৭/২৪ মূলে ওই চার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন, উপজেলা ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাবিবুর রহমান, শাহজালাল হক, একই গ্রামের আলিমুদ্দিনের ছেলে সাইফুল ইসলামও শহিদুল ইসলাম।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি সানোয়ার হোসেন জানান, আদালতের ওয়ারেন্টমূলে ওই চার আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ